:কবিতা: বিজয় তুমি

December 14, 2016,

ছাইদুল মাহবুব॥
বিজয় তুমি ১৬ই ডিসেম্বর
লাখ শহীদের রক্ত মাখা প্রাণ
বিজয় তুমি শাশ্বত
বাংলার সোনালী ফসল
সরষে ফুলের ঘ্রাণ
বিজয় তুমি সুন্দর বনের
চিত্রাহরিন আর দোয়েল, শ্যামা, টিয়া
বিজয় তুমি উত্তাল সমুদ্র ঘেরা
সেন্ট মার্টিন কতুবদিয়া
বিজয় তুমি শীতের সকালে
শিশির ভেজা ঘাস
বিজয় তুমি বিশ্বখ্যাত
বাংলার সোনালী আঁশ
বিজয় তুমি জেমসের সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
বিজয় তুমি হায়দার হোসেনের
গণতন্ত্রের হাসি
বিজয় তুমি লাখ শহীদের
রক্তভেজা দান
বিজয় তুমি লাখ বাঙালীর
মুক্তিকামী প্রাণ
বিজয় তুমি জর্জ হ্যারিসনের
স্বপ্নের বাংলাদেশ
বিজয় তুমি লজ্জাবতী
পল্লী তরুনীর মেঘবরণ কেশ
বিজয় তুমি বিশ্ব মানচিত্রে
নতুন একটা দেশ
বিজয় তুমি ছিনিয়ে এনেছো
সোনার বাংলাদেশ

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com