কমলগঞ্জের কিশোরীকে সংঘবদ্ধ ধ’র্ষ’ণে’র প্র’তি’বা’দে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের প্র’তি’বা’দ সমাবেশ

January 8, 2025,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোরীকে অ প হ র ণ করে সিলেট আটকে রেখে টানা তিনদিন সংঘবদ্ধ ধ’র্ষ’ণ এবং পরবর্তীতে একটি চ’ক্রে’র কাছে বিক্রির প্র’তি’বা’দে এবং ধ’র্ষ’ন’কা’রী’দে’র বি’চা’রে’র দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার প্র’তি’বা’দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ জানুয়ারি বেলা ৩টার সময় মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাড. আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার সংগঠক বিজয় দাস, সুমনা রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৩১ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একজন কিশোরী (১৭) কে অ প হ র ণ করে সিলেটে নিয়ে আটকে রেখে টানা তিনদিন সংঘবদ্ধ গ ণ ধ র্ষ ণ-নি র্যা ত ন করে। পরবর্তীতে একটি চ’ক্রে’র কাছে ধ র্ষ ণ কা রী রা বিক্রি করে দেয় এবং মেয়েটি কৌশলে সেখান থেকে পালিয়ে পরিবারে খবর দিলে পরিবার তাকে উ’দ্ধা’র করে।

মেয়ের অ প হ র ণে র সংবাদ শুনে কিশোরী মেয়ের পিতা হৃ’দ’রো’গে আ’ক্রা’ন্ত হয়ে মা রা যান। থানায় মা ম লা হলে সিলেট থেকে দুইজন আ সা মি কে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। যেই সংবাদটা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সচেতনতা জনগণ সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে।

আজকের এই সমাবেশ থেকে কমলগঞ্জের কিশোরীকে অ’প’হ’র’ণ ও ধ’র্ষ’ন’কা’রী’দে’র বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হচ্ছে। একইসাথে সারাদেশে সংগঠিত সকল নারী ধ’র্ষ’ণ-হ’ত্যা-নি’র্যা’ত’নে’র বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “কমলগঞ্জের কিশোরীকে সংঘবদ্ধ ধ’র্ষ’ণে’র প্র’তি’বা’দে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের প্র’তি’বা’দ সমাবেশ”

  1. কমলগঞ্জে এ রকম একটি মেয়েকে অপহরন করে সিলেট নিয়ে গেল কেউ বাধা দিতে পারলনা ভাবতে অবাক লাগে এই সামাজিক দুস্ক্রিতিকারিদের ধরে দ্রিস্থান্ত মুলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি’।

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com