কমলগঞ্জে পরিবেশ সাংবাদিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
January 11, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কমলগঞ্জে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সহযোগীতায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড শমশেরনগর শাখা ব্যবস্থাপক ললিত মোহন সিংহ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীন, আলামগীর হোসেন, মাইদুল ইসলাম প্রমুখ। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সহযোগিতায় অনুষ্ঠানে হত দরিদ্র ২০ জন শীতার্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মন্তব্য করুন