কমলগঞ্জে পিপিএল ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ

September 14, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে পতনঊষার ক্রিকেট প্রিমিয়ার লীগ (পিপিএল) সিজন-১০ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

পতনঊষার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি মাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ আলী ও রিপন দত্তর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পুরষ্কার দাতা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সমাজ সেবক শাহনাজ শিরিন চৌধুরী, সমাজ সেবক মাহমুদুর রহমান বাদশা, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আশিকুর রহমান, সিরাজ খান, সমাজসেবক কালাম আহমেদ, গুলাম রাব্বি, সাইদুল ইসলাম প্রমুখ

সমাপনী খেলায় জুবায়ের এন্ড জিহান ফাইটার্স-কে ৪ রানে পরাজিত করে রামেশ্বরপুর ক্রিকেট ক্লাব শিরোপা অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস দলকে নগদ প্রাইজমানি, ট্রফি ও ক্রেস্ট প্রধান করা হয়। খেলা শেষে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে দুই শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com