কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

January 10, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ আদমপুর ইউনিয়নে কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে চুরি-ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে আদমপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।

সাব্বির এলাহির সঞ্চলনায় সভায় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, ৭নং আদমপুর বিটের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার পুলিশ উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম পাটোয়ারী, সহকারী বিট অফিসার এএসআই আক্তার হোসেন, সমাজসেবক আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রুসন আলী, আব্দুল গফুর, কামরুজ্জামান, আজিম মিয়া, মনির আলী, শিক্ষক  আব্দুল গণি দুলাল, সমাজকর্মী ওয়াসিম মিয়া, আব্দুল হান্নান প্রমুখ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আদমপুর ইউনিয়নে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় লোকদের সাথে মতবিনিময় করেন। বিট পুলিশিং সভায়  বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং -এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন এবং জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •