কমলগঞ্জে মণিপুরিদের হোলি উৎসব
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরিদের হোলি উৎসব উদযাপন করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার আয়োজনে ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে এই উৎসব উদযাপন করা হয়।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত গবেষক ড. রণজিৎ সিংহ।
আলোচনা সভা শেষে হোলি নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭টি দল অংশগ্রহণ করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে হোলি উপলক্ষে গত ৫ দিন ধরে মনিপুরি পাড়ায় উৎসব বিজার করছে। এই হোলি উৎসব মণিপুরি ঐতিহ্যগত একটি লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরি সমাজে এই ৫ দিনব্যাপী উৎসবে শিশু কিশোর, নারী পুরুষ দল বেঁধে ঢাক, ঢোল, করতাল, মৃদঙ্গ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হোলি নৃত্য গীত গেয়ে থাকেন।
মন্তব্য করুন