কমলগঞ্জে মুজিবুর রহমান ফুটবল টুনামেন্টের উদ্বোধন
কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে আলহাজ্ব মুজিবুর রহমান মোটরসাইকেল এন্ড ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারি বিকাল ৩টায় রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগান সংলগ্ন রামচন্দ্রপুর খেলার মাঠে ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।
কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান’র সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার চৌধুরী লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শফিকুর রহমান চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ নোমান আহমদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মুহিতুর রহমান (জাড়ু)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক লন্ডন প্রবাসী সাজিদ মিয়া, ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ধনা বাউরী, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য আলী আশরাফ চৌধুরী সেলিম, সংরক্ষিত মহিলা সদস্য পপি বেগম, কুয়েত প্রবাসী নজির আহমেদ, আব্দুল বাছিত খান, শায়েখ আহমদ প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন রহিমপুর ইউনিয়ন যুবদল সভাপতি অলিউর রহমান চৌধুরী জয়নুল ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
মন্তব্য করুন