কমলগঞ্জে লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

January 11, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২ হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করেছে থানাপুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন- কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার ১০ জানুয়ারি সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা-মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ব্র্যান্ডের ২হাজার প্যাকেটে মোট ৪০হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com