কমলগঞ্জে সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

January 18, 2023,

প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমিতে ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য শিল্পীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় নৃত্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃত্য কর্মশালার উদ্বোধন করেন একাডেমি নির্বাহী কমিটির সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ ও মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জি।

জানা যায়, মণিপুরি ললিতকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ২ টা পর্যন্ত এ কর্মশালা চলবে। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠিভূক্ত ২৫ জন নৃত্যশিল্পী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। প্রশিক্ষক হিসাবে কর্মশালার প্রশিক্ষন প্রদান করছেন নৃত্য প্রশিক্ষক দ্বীপদত্ত আকাশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com