কমলগঞ্জে সহকারি শিক্ষকদের সম্মেলন ও পরিচিতি সভা

March 18, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “শিক্ষকের মর্যাদার জয় হোক” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও নবাগত সহকারি শিক্ষকদের পরিচিতি সভা শনিবার ১৮মার্চ সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সমিতির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘঠনের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মোহন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক মোশাহীদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন ও সালাউদ্দিন খালেদ প্রমুখ।

অনুষ্ঠানে নতুন সহকারি শিক্ষকদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করা হয়। পরিচিতি সভা শেষে কাউন্সিল অধিবেশনে মো. আজিজুর রহমানকে সভাপতি ও রানা রঞ্জন সিনহাকে পূণ:রায় সাধারন সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •