কমলগঞ্জে সাম্মানিক ফেলোশিপ পাওয়ায় কবি এ কে শেরামকে গণসংবর্ধনা

March 2, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আদিবাসী গবেষণায় বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৩ প্রাপ্তিতে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ কে শেরামকে গণসংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার ১ মার্চ দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবি একে শেরামকে সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও উত্তরীয় তুলে দেয়া হয়।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র এর সভাপতিত্বে ও কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাষ্টের সভাপতি আব্দুস সামাদ, ইমা বাংলাদেশের চেয়ারম্যান অহৈবম রনজিৎ, দি ভানুবিল ড্রামা পার্টির ডিরেক্টর লৈচোম্বম রাজকুমার, আমেরিকা প্রবাসী কে ধৃত কুমার সিংহ, মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, হকতিয়ারখোলা মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বৃন্দা রাণী সিনহা, সমাজকর্মী আওয়াংতাবম সমরেন্দ্র, মণিপুরি শাড়ির জনক রাধাবতি দেবী, সমাজকর্মী শাম কিশোর সিংহ, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কনথৌজম শিল্পী, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য নীহার রঞ্জন শর্মা, কে এইস সমেন্দ্র, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হামোম প্রবিত প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় আদিবাসী গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি কবিকে ‘সাম্মানিক ফেলোশিপ-২০২৩’ দেওয়া হয়।

বাংলা একাডেমি ফেলোশিপ বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশি বিশিষ্ট ব্যক্তি পেয়ে থাকেন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সম্মানসূচক এ ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপপ্রাপ্তদের সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com