কানাডার টরন্টোতে আমরা কুলাউড়ী কানাডিয়ান সংগঠনের আত্মপ্রকাশ : মুহিব খান সভাপতি, রুহুল চৌধুরী সম্পাদক 

October 17, 2024,

বিশেষ প্রতিনিধি : কানাডার টরন্টোতে বসবাসরত কুলাউড়া উপজেলাবাসীদের নিয়ে “আমরা কুলাউড়ী কানাডিয়ান” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। টরন্টোর নতুন ও পুরাতনদের মধ্যে সু-সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ তৈরি করতে এবং সর্বদা দেশ ও কানাডার সকল কুলাউড়া উপজেলাবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে গত ১২ অক্টোবর (শনিবার) রাত ৮টার সময় টরন্টোর বাংলা টাউনের রেড-হট তান্দুরী রেষ্টুরেন্টের হল রুমে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত কুলাউড়া উপজেলাবাসীর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র ও লোগোর অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি মুহিবুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মো. আমান উল্লাহ্, সহ-সভাপতি সজল দেব এবং আমির হোসেন সিদ্দিকী জসিম, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম নজরুল এবং মিনহাজ উদ্দিন (কমরু), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ রিপন এবং সৈয়দ মামুনুর রশীদ হাসান, অর্থ সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরী, সহ-অর্থ সম্পাদক ওমর নাসির কাঞ্চন, সাংস্কৃতিক সম্পাদক প্রাণেশ দাশ ফটিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্র মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার ওয়াহিদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা সুলতানা রিজি, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক তানিম ইকবাল চৌধুরী, কার্যকরী সদস্য মোঃ আলী আকবর, মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সিরুজ্জামান সিদ্দিক এবং সারওয়ার হোসেন চৌধুরী মুন্না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com