কালেঙ্গায় রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

December 24, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কালেঙ্গায় রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২৩ ডিসেম্বর শুক্রবার রাত ৯ টার সময় মৌলভীবাজারের জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৪৫৩ এর কালেঙ্গা আঞ্চলিক কমিটির কার্যালয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিতে নতুন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।। রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খোকন মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন। এছাাড়াও সভায় বক্তব্য রাখেন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুদর রহমান, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, সদস্য জাকির হোসেন এবং যুবনেতা জাবেদ মিয়া প্রমূখ। সভা থেকে রিকশা শ্রমিকদের নিয়মিত কার্যালয় আসার আহবান জানানো হয়।
এছাড়া ২৪ ডিসেম্বর শহরের কুসুমবাগ পূর্ব-বড়হাট এলাকায় মৌলভীবাজারের জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৪৫৩ এর বড়হাট-বারইকোনা আঞ্চলিক কমিটির আরও একটি সভা অনুষ্ঠিত হয়। রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৪৫৩ এর বড়হাট-বারইকোনা আঞ্চলিক কমিটির আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ। আঞ্চলিক কমিটির যুগ্ম-আহবায়ক সুরুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি শাহজাহান আলী, বড়হাট আঞ্চলিক কমিটির সদস্য সুবল মিয়া, সুদীর চন্দ্র রায়, কাসেম মিয়া, সফিক মিয়া, হাসেম খান, আফজাল মিয়া, সফর আলী প্রমূখ। এই সভাগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, স্বল্পমূল্যে রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠা ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের জোর দাবি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com