কুলাউড়ায় আ.লীগ নেতা সাদরুলের শিক্ষা উপকরণ বিতরণ শুরু

March 19, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কুলাউড়ায় বঙ্গবন্ধুর জন্মদিনকে উপলক্ষ করে মাসব্যাপী ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি ও সাবেক ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।
সোমবার ১৮ মার্চ উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া চা বাগানে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় চা বাগান পরিচালনা কমিটির সভাপতি কিরণ শুক্লা বৈদ্য, ডা. নারায়ণ চন্দ্র দাস, ইউপি সদস্য মনু মিয়া, শ্রীনাথ পার্শী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাদরুল খান জানান, ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
তিনি জানান, শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এ ছবিগুলোর মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com