কুলাউড়ায় চোরাই গরুসহ ২ জন গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় চোরাই গরু উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ১০নং হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন (৩০) ও একই গ্রামের সাইফুদ্দিন (২০)।
জানা যায়, বৃহস্পতিবার ২০ জুলাই রাতে উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর (বেরী) এলাকা থেকে কুতুব আলীর বাড়ীর গোয়াল ঘরে থাকা ষাড় গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।
এ ঘটনায় কুতুব আলী বাদী হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেফতার করে।
আসামী মোঃ আলাউদ্দিনের বাড়ীর গোয়াল ঘর থেকে চোরাইকৃত একটি সাদা রংয়ের ষাড় গরু ৪০ হাজার টাকা এবং একটি কালো রংয়ের গাভী গরুর ৫০ হাজার টাকা দামের দুটি গরু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন