কুলাউড়ায় ট্রাক ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

May 2, 2024,

এইচডি রুবেল॥ কুলাউড়ায় যথাযত মর্যাদায় মহান ‘মে দিবস’ পালন করেছে মৌলভীবাজার জেলা ট্রাক,ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট ২৪০৩) এর নেতৃবৃন্দ।

এ উপলক্ষ্যে ১ মে বুধবার সকালে শ্রমিক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু মিয়া ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক এইচ ডি রুবেল।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ,মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন। অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, মামুন মিয়া, সুলতান মিয়া, সহ-সাধারণ সম্পাদক দুদুল মিয়া, ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, প্রচার সম্পাদক সাইফুল মিয়া কোষাধ্যক্ষ জাহেদ মিয়া, কার্যকরী সদস্য পারভেজ, নোমান মিয়া, জুয়েল, লিটন, আজমান, ফজলু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com