কুলাউড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হান্নানের কুলখানি সম্পন্ন

January 27, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কুলাউড়া প্রেসক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক মো. আব্দুল হান্নানের কুলখানি সম্পন্ন হয়েছে।

 সোমবার ২৭ জানুয়ারি পৌর শহরের কাছিমনগর জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এরপূর্বে হান্নানের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, যুক্তরাজ্যস্থ বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন ও আব্দুল মুহিত ভিপি সোহেল, মরহুমের ছোটভাই ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আব্দুস সহিদ লেবু ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ নিপার।

এ সময় অধ্যক্ষ হান্নানের সহকর্মী কুলাউড়া সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাশিমনগর জামে মসজিদের পেশ ইমাম কাজী মোহাম্মদ আব্দুল লতিফ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com