কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

March 11, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি আগামী ১৫ মার্চ কুলাউড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আফতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমিন ফারহানা জেরিন, থানার এসআই মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল আউয়াল প্রমুখ।  স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসেন আগামী ১৫ মার্চ কুলাউড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৮৩৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৯ হাজার ৭৭৫ মাস বয়সের শিশুকে ৩১৩টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com