কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

July 9, 2024,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় ভোক্তা আইনে ৫টি প্রতিষ্টানকে জরিমানা করেছে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ৯ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের একটি টিমের সহায়তায় কুলাউড়ার রবিরবাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রবিরবাজারের জাহাঙ্গীর স্টোরকে ৩ হাজার টাকা, সাইফুল স্টোরকে ১ হাজার টাকা, রহমত ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, তাজমহল ডিপাটমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা, সুলতানা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্টানকে ১৩ হাজার টাকার জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com