কুলাউড়ার বরমচাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব নিলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা

March 21, 2025,

সালেহ আহমদ (লিপক) : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্কুল এন্ড কলেজ এর সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতানা ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার ১৯ মার্চ সকাল সাড়ে ১২টায় বরমচাল স্কুল এন্ড কলেজ অফিস কক্ষে সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতানাকে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব বুঝিয়ে দেন চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় অবসর গ্রহণকারী বিদায়ী প্রিন্সিপাল ফজলুল হক।

এসময়ে উপস্থিত ছিলেন বর্তমান গভনিং বডির সদস্য এড. ছালিক আহমেদ চৌধুরী, ফয়ছল হোসেন, স্কুলের শিক্ষক স্বপন কুমার দেব, কলেজ শাখার প্রভাষক রেজাউল করিম, প্রভাষক খলিলুর রহমান, প্রভাষক সুপ্রিয় পাল, প্রভাষক সুখময় চন্দ্র শীল, সাংবাদিক দুরুদ আহমেদ প্রমুখ।

ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করার পর অধ্যাপক ফেরদৌসী সুলতানা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com