কুলাউড়ায় এক গৃহিনী ২২ দিন ধরে নিখোঁজ

July 15, 2021,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক গৃহিনী ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্বামী অনু মিয়া কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। হাজীপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের অনু মিয়ার স্ত্রী রুশনা বেগম (৩৫)। স্বামী বাংলাদেশ রেলওয়ে কর্মচারী।

রেলওয়ে কর্মচারী অনু মিয়া জানান, প্রায় ২০ বছর পূর্বে রুশনা বেগমের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন দাম্পত্য জীবন ভালো কাটলেও চাকুরীর সুবাদে বাহিরে থাকায় স্ত্রীর ঋণসহ নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়। এসব বিষয়ে স্ত্রীর অত্যাচারের স্বীকার হতে হচ্ছে অনেক সময়। এক পর্যায়ে গত এপ্রিল মাসে আমার স্ত্রী রুশনা বেগম আত্মহত্যা করে আমাকে ফাঁসানোরও হুমকি দেয়। এবিষয়ে আমি কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এরপর গত ২৩ জুন বেলা সাড়ে ১২ ঘটিকায় কাউকে কিছু না বলে বাড়ি হতে বের হয়ে যায়। আমাদের তিন কন্যা থাকলেও তাদেরও কিছু জানায়নি। নিখোঁজের বিষয়ে সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। এঘটনায় অনু মিয়া কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। কুলাউড়া থানার ওসি বিনয় ভুষণ রায় সত্যতা স্বীকার করে বলেন, সম্ভবত ওই নারী আত্মগোপন করে রয়েছে। তবে তাকে উদ্ধারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com