কুলাউড়ায় দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

এইচ ডি রুবেল॥ ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুরেন্টের আয়োজনে কুলাউড়ার কাদিপুরে মরহুম আব্দুল মান্নান ভাসানী স্মৃতি টিভি এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৩ মার্চ সোমবার রাতে কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামস্থ মাঠে পুরস্কার বিতরণের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলাউড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহানের সভাপতিত্ত্বে ও ছাত্রলীগ নেতা এস এম সুজনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুরেন্টের সত্ত্বাধিকারী আব্দুল মুকিত চৌধুরী হারুন, তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিল, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল ইসলাম তায়েফ। বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগ নেতা ওয়েছুর রহমান মুন্নি। উপস্থিত ছিলেন সংগঠক হৃদয় আহমদ, মান্না আহমদ, নাইম ইসলাম, রনি চৌধুরী, তানজিল আহমদ, ইসমাইল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুরেন্টের পরিচালক রায়হান আহমদ।
মন্তব্য করুন