কুলাউড়ায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ

December 28, 2021,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়া ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া রেলস্টেশন প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়া প্রায় তিন শতাধিক মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী প্রমুখ।
ইউএনও ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়ায় অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী ৫ হাজার ৭শ’ কম্বল পাঠিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের গরিব ও দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com