কুলাউড়ায় ১৩ দিন থেকে কিশোর সহিদ নিখোঁজ
August 8, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকা থেকে সহিদ মিয়া (৯) নামে এক কিশোর ২৫ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। সে চুনঘর নিবাসী দিনমজুর সেলিম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ জুলাই সহিদ বাড়ীর কাউকে কিছু না জানিয়ে নিখোজের পর থেকে পরিবারের সদস্যরা সম্বাব্য আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান পাননি। এ ব্যাপারে কুলাউড়া থানায় জিডি করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৯৬১-০৭৮৬৬৩ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন