কোয়াবের আয়োজনে কুলাউড়ায় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

January 23, 2024,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

২২ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় স্থানীয় নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান। সংগঠনের সভাপতি মাসুদ হোসেন মসুদের সভাপতিত্বে ও কাউছার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক সাহেদ চৌধুরী ও ফজল আহমদ ফজলু, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, সাংবাদিক জসীম চৌধুরী, মহি উদ্দিন রিপন, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাজেদুর রহমান আফজাল, ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টুসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা। উল্লেখ্য, এবার টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com