গা*জায় ইস*রায়েলি গণহ*ত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস এর বি*ক্ষোভ মিছিল  অনুষ্ঠিত

April 13, 2025,

স্টাফ রিপোর্টার : ১২ এপ্রিল শনিবার বিকাল ৩ ঘটিকায়  বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্দ্যোগে শহরের প্রেসক্লাব চত্বরে  দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ লুৎফর রহমান কামালীর পরিচালনায়

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার  প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগ পয়েন্ট গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার  জেলা সভাপতি মুফতী মাওঃ হাবিবুর রহমান কাসেমী  উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওঃ আবুল কালাম,, জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরী, সহ সাধারণ সম্পাদক মাও ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, পৌর শাখার সহ সভাপতি মাওঃ আলাউদ্দীন, জেলা অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আবুল কাসেম আজাদী, সদর উপজেলা সভাপতি মাওঃ ইসমাইল আলী, সাধারণ সম্পাদক শেখ সাদী, সহ সাধারণ সম্পাদক মাও আব্দুর রাজ্জাক, রাজনগর উপজেলায় সভাপতি  মাওঃ আব্দুল  মুকিদ, সহ সভাপতি মাওঃ মওসুফ আহমদ, সহ সভাপতি মাওঃ লোকমান আহমদ, সাধারণ সম্পাদক মুফতী মাওঃ রুহুল আমীন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, সহ সভাপতি  শাহ মিসবাহ, যুব মজলিসের সদর উপজেলা শাখার সংগঠন সম্পাদক শাহ উসমান আলী জাকী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর জেলা

সভাপতি আল আমিন সাদী, প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মুল্লা ইয়াকুব বিন বশীর, সদর উপজেলা সভাপতি হাদি আলম, প্রমুখ।  মিছিল পরবর্তী প্রতিবাদ সভায়  বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওঃ হাবিবুর রহমান কাসেমী বলেন, অসংখ্য নবী-রাসূলদের আগমনের স্থান, আল-কুদুসের পবিত্র ভুমি ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাঈল অব্যাহতভাবে বর্বোরচিত হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাঈল বিগত ৭ মাসে  গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তা অকল্পনীয়। এই ক’মাসেই প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের অধিকাংশই নারী ও শিশু, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। ইসরায়েলের বর্বর হামলায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, গির্জা সহ কোন স্থাপনায় বাদ যাচ্ছেনা। আমরা বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের  পক্ষ থেকে আমরা এই গণহত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে  বিশ্ববাসীকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com