গান কথা আর কবিতার অনুষ্ঠান
January 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ সময়ের ¯্রােতে ভেসে যাওয়া নয় বরং অন্যায়ের প্রতিবাদে মুখর হোক আমাদের উচ্চারিত কণ্ঠ। এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত গান কথা আর কবিতার অনুষ্ঠানে মুগ্ধ হয়েছেন মৌলভীবাজারের দর্শকরা।
১১ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আলাপনের উদ্যোগে, হেলাল, পুণম, ডোরা ও ইমুর পরিবেশনায় দ্বিতীয়বারের মতো দেশের গান, গণসংগীত প্রতিবাদী কবিতা আর দ্রোহের পরিবেশনায় উপস্থিত হন শত মানুষ। সময়ের অসঙ্গতিগুলো উঠে আসে বর্ণিল উপস্থাপনায়। মুগ্ধ দর্শকদের হৃদয়ে জাগায় চেতনার প্রতিধ্বনি।
আয়োজকরা জানান, সুস্থ সংস্কৃতি সংকট, সমাজের অসঙ্গতি ও সমাজ প্রগতির গতিধারায় মানুষের চিরায়ত স্বপ্নকে প্রতিবাদের ভাষায় প্রকাশ ছিল মুল উদ্দেশ্য।
মন্তব্য করুন