জুড়ীতে ৬৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

আব্দুর রব : জুড়ী উপজেলার ৬ ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৬৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বুধবার (১৪ মে) বকনা গরুগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে বকনা গরু বিতরণ অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মৃদুল কান্তি দে, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সভাপতি মাইকেল নংরুম, সাধারণ সম্পাদক ওয়ানমন লংডঃ, জুড়ী আদিবাসী ফোরামের সভাপতি ভাগ্য সিংহ, সহ সভাপতি উদয় মুন্ডা, সাংগঠনিক সম্পাদক শান্ত সিংহ, ইউপি সদস্য বাসন্তী কুর্মি প্রমুখ।
মন্তব্য করুন