জুলেখা খাসিয়া পুঞ্জি পরিদর্শনে ইউএনও আলী রাজীব মাহমুদ মিঠুন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার জুলেখা খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। মঙ্গলবার ২ মে সকাল ১১ টায় খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সেখানে বসবাসরত খাসিয়া জনগোষ্ঠীর মান্ত্রি সহ তাদের পরিবারের সকলের নানান সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় খাসিয়া পুঞ্জির ঝরে পড়া দুজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পারেন তাদের অতি দারিদ্রতার কথা। পরে তিনি ঝরে পড়া দুই শিক্ষার্থীর লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেন।
শুধু তাই নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ঝরে পড়া শিক্ষার্থী খুশি খংক্লিয়ামকে শ্রীমঙ্গল শহরের দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজ এবং বৈশাখী সুছেনকে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে তাৎক্ষনিক ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়াও ওখানের বাসিন্দা মানুষা পস্নার পরিবারের মাঝে একটি সেলাই মেশিন এবং পুঞ্জীর ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য দুইটি ফুটবল বিতরণ করেন এই উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি পঞ্জিতে একটি খাসি কমিউনিটি স্কুল তৈরি করার জন্য জায়গা নির্ধারণের বিষয়েও নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিকতায় মুগ্ধ জুলেখা খাসিয়া পুঞ্জির বসবাসরত সবাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক কর্মকান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেখানকার খাসিয়া সম্প্রদায়ের মানুষেরা।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মন্তব্য করুন