জুড়ীতে ইউপি চেয়ারম্যান মাছুম রেজাকে সংবর্ধনা প্রদান
কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মাছুম রেজার সম্মানে এক গণসংবর্ধনা সভার আয়োজন করে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়। ৬ জুন সোমবার সকালে বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিতে ও সহ শিক্ষক জহিরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংবর্ধিত হাজী মাছুম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ (মন্টু স্যার), বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি হুসনে আরা, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ঝুলন রাণী দেব, দক্ষিন জাঙ্গিরাই সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূইয়া, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী প্রেসিডেন্ট এপেঃ হারিস মোহাম্মদ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সহ সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল মন্নান, নজরুল ইসলাম, গৌরাঙ্গ দেবনাথ, মাওঃ আব্দুস সহিদ, শিক্ষার্থী মাহমুদা ইসলাম নাঈমা, অংকিতা দে চৌধুরী। মানপত্র পাঠ করে শিক্ষার্থী আনিকা জান্নাত জুমা।
কোনআন তেলাওয়াত করে হালিমাতুস ছাবিহা, গীতা পাঠ অংকিতা দে চৌধুরী। প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, আমার মরহুম পিতা এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে গেছেন। বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের একজন সদস্য হিসেবে যতদিন বেঁচে থাকব আমার মরহুম পিতার মত অত্রাঞ্চলের শিক্ষার্থীসহ আপনাদের কল্যানে কাজ করে যাব।
মন্তব্য করুন