জুড়ীতে এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান-ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

January 3, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে একটি দোকান ও দোকানে থাকা অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার ১ জানুয়ারি গভীর রাতে শহরের পোস্ট অফিস রোডে।

জানা গেছে, জুড়ী উপজেলার পোস্ট অফিস রোডে রেললাইনের পাশে জায়ফরনগর ইউপির বেলাগাও গ্রামের আব্দুর রহিমের ছেলে জসিম উদ্দিন এনজিও থেকে ঋণ নিয়ে স্টেশনারী দোকান করেছিলেন। মোটামুটি ব্যবসা ভালোই চলছিল। ব্যবসার টাকায় এনজিও প্রতিষ্ঠানের সাপ্তাহিক  ঋণ (কিস্তি) পরিশোধ করে তার পরিবার নিয়ে সুখ-দুঃখে কোন মতেই দিন কাটছিল। রোববার রাতে দুর্বৃত্তরা  দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে থাকা ৫০ হাজার টাকার মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়।

ফলে তিনি পরিবার ও ঋণের বোজা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। দোকানের মালিক জসিম উদ্দিন  বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। চিহ্নিত কিছু লোক  ষড়যন্ত্র করে আমার দোকানে আগুন লাগিয়েছে। এতে দোকানে থাকা এলইডি টিভিসহ ৫০ হাজার টাকার মালামাল পুঁড়ে ছাঁই হয়ে যায়। আমি এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দোকান করেছিলাম। এখন সেই ঋণ কিভাবে পরিশোধ করব ভেবে পাচ্ছিনা।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, আগুন লাগিয়ে দোকান পুড়িয়ে দেয়ার খবর পেয়েছি,  পরিষদ সদস্য আব্দুল জব্বার কে ঘটনাস্থলে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •