জয়চন্ডীতে নবারুণ আদর্শ বিদ্যাপীঠে এম এম শাহীনকে সংর্বধনা প্রদান
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর নবারুণ আদর্শ বিদ্যাপীঠের উদ্যোগে সাবেক এমপি এম এম শাহীন-কে সংর্বধনা প্রদান করা হয়েছে।
বুধবার ৭ জুন বিকালে বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। নবারুণ আদর্শ বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুবনেতা মেহেদী হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজনীতিতে আসার পর প্রধান লক্ষ্য ছিলো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া যায় সেভাবে কাজ করেছি। এমপি থাকাকালীন সময় কুলাউড়ায় সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে অনেক অগ্রাধিকার দিয়েছে। কিন্তু কুলাউড়ায় জনপ্রতিনিধি ব্যর্থতায় এ সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ তফজ্জুল হোসেন তফই, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান টুটু, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মোঃ আজিজুল ইসলাম, জয়চন্ডী ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা এরশাদ আলী, নবারুণ আদর্শ বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, নবারুণ আদর্শ বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ডাঃ পিংকু মোহন দাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাল মিয়া, যুবনেতা মুহিবুল ইসলাম, লুকুছ মিয়া, দক্ষিনা রঞ্জন দাস, নুরুল ইসলাম, শিক্ষিকা বাবলি রানী দাস, দেবী রানী দত্ত,পান্না মিয়া, মহব্বত আলী প্রমুখ।
মন্তব্য করুন