দৈনিক গণমুক্তি‘র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

January 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ দৈনিক গণমুক্তি পত্রিকার ৪৯ পেরিয়ে ৫০ বছরে পদার্পণ উপলক্ষে শহরের দিল্লী রেষ্টুরেন্ট হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ জানুয়ারি বিকেলে দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালকুদারের সভাপতিত্বে ও দৈনিক গণমুক্তির কমলগঞ্জ প্রতিনিধি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক মো: আল-আমিন।

প্রধান আলোচক হিসেবে ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা’র সভাপতি সিনিয়র আইনজীবি আলহাজ্ব মাহবুবুল আলম শামীম। প্রধান বক্তা হিসেবে ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট সরোয়ার আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.স.ম সালেহ সোহেল, সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোঃ সিতার আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সুনিল মিরা ফাউন্ডেশনের পরিচালক ও কানাডা প্রবাসী সঞ্জয় দাশ, এ.বি.এলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম।

বক্তব্য রাখেন মৌলভীবাজার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ রওশন মিয়া, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, আইন নথি সম্পাদক ও মানুষের অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট নিয়ামুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, এন আর মিডিয়ার সম্পাদক ও প্রকাশক নাসরিন আক্তার প্রিয়া, দৈনিক আলোকিত সকাল জেলা প্রতিনিধি শাহ মোঃ ফজলুর রহমান, আমার কুলাউড়া জেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম পাপ্পু, স্বাধীন বাংলা টিভির জেলা প্রতিনিধি খালেদ আহমদ, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক আবু তালেব চৌধুরী, দৈনিক গণমুক্তির শ্রীমঙ্গল প্রতিনিধি আলাল আহমদ, বড়লেখা প্রতিনিধি গোলাম কিবরিয়া আহমদ, রাজনগর প্রতিনিধি আলিম আল-মুনিম, সদর প্রতিনিধি মাহবুবুর রহমান মাহবুব প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক পিন্টু দাশ, সাংবাদিক মোনায়েম আহমদ, নারী উদ্যাক্তা সোসাইটি (গ্রাস রুটস) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর, মাওলানা শরীফ আহমদ, টাইম নিউজ সম্পাদক বিকাশ দাশ, আব্দুর রহমান রহমত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে বরণ করে নেন দৈনিক গণমুক্তি পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •