পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার শ্রীমঙ্গল থানা পরিদর্শন

June 21, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজাররের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার ২০ জুন পুলিশ সুপার শ্রীমঙ্গল থানা পরিদর্শনে গেলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় থানায় কর্মরত অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারকে শ্রীমঙ্গল থানা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও থানা কম্পাউন্ডে চৌকিদার প্যারেড প্রদান করা হয়।

এরপর থানার অফিসার ফোর্সদের সাথে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে পরিদর্শন ফোর্সের বাসস্থান, খাবারের মান, অস্ত্রাগার, থানা মালখানা পরিদর্শনসহ বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com