প্রগতি প্রেসের মালিক আব্দুল কুদ্দুস আর নেই
January 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের প্রবীন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তি শহরের কাজির গাঁওয়ের বাসিন্দা আব্দুল কুদ্দুস আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ১৩ জানুয়ারি রাতে তিনি মারা যান। পরদিন শুক্রবার ১৪ জানুয়ারী বাদ জুম’আ মৌলভীবাজরস্থ টিকরবাড়ি মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে যানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
তিনি ছিলেন প্রগতি প্রেসের পরিচালক ও একজন প্রিন্টিং ব্যবসায়ী, রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজরের সাবেক কার্য্যকরি কমিটির সদস্য। আব্দুল কুদ্দুস-মওলানা ভাসানীর শেষ জীবনের একজন একনিষ্ট ভক্ত ও কর্মী ছিলেন। আশির দশকে সাংবাদিক বকসি ইকবালের সম্পাদনায় দৈনিক মৌলবীবাজার বার্তা ও বাংলারদিন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। পরে তিনি একজন দক্ষ অভিনয় শিল্পী ও সমাজসেবক হিসেবে কাজ করতেন।
মন্তব্য করুন