প্রবাসী বিএনপি নেতাকে নিয়ে  ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে লন্ডনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

May 16, 2025,

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে প্রবাসী বিএনপির নেতা নিয়ে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)  কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে লন্ডনে বিএনপি নেতারা  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ।

বাংলাদেশ সময় গতকাল  বুধবার রাত ১২টায় লন্ডনের একটি হোটেলে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে এর আয়োজনে প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তা বাদী ফোরামে  সভাপতি শাহ সাইফুল আকতার লিখনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ  সমাবেশে  উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সভাপতি নাসির আহমেদ শাহীন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুর বক্স, জাসাস ইউরোপিয়ান ইউনিয়নের সমন্বয়ক ইকবাল হোসেন, দক্ষিণ লন্ডন বিএনপির সহ-সভাপতি সুইট আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাসেল খান ও আজিম উদ্দিন প্রমূখসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। অথচ তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অপমানজনক বক্তব্য প্রদান অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।’

তারা আরও বলেন, ‘আমরা প্রবাসীরা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। মুজিবুর রহমান চৌধুরীর মতো ব্যক্তি যখন প্রবাসীদের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলেন, তখন সেটি শুধু প্রবাসীদের নয়, গোটা দলের জন্যই হুমকিস্বরূপ।’

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে  বক্তারা মুজিবুর রহমান চৌধুরীর বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় । একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলেও ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘প্রবাসী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অশোভন বক্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি প্রবাসীদের সম্মান ক্ষুন্ন করার শামিল। এ ধরনের আচরণ দলীয় ঐক্য ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করে।’

উল্লেখ্য, গত ২ মে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গলে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেন, ‘আমরা ১৭ বছর ধরে রাজনীতি করতেছি, এখনো কোন  কূল-কেনারা পাইনি। আর লন্ডন থেকে এসে সংবর্ধনা নিয়ে মনে করে এমপি হয়ে যাব, উপজেলা চেয়ারম্যান হয়ে যাব। মেয়র হয়ে যাওয়ার দাবীও আমরা করতে পারি। তারা মূলত দীর্ঘদিন প্রবাসে ছিল ব্যবসা-বাণিজ্যের কাজেই। রাজনৈতিক মামলার কারণে ছিল না। কিন্তু এখন এসে বলতে থাকে রাজনৈতিক কারনে বিদেশ ছিলাম।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com