প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করেছেন হুইপ মো. শাহাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমান মিলি চৌধুরী, উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
বৃহস্পতিবার ১৬ জুন বিকেলে ভনবনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন বলেন, কৃষির উপখাত হিসেবে হাঁস-মোরগ, গরু, ছাগাল, কবুতর, কোয়েল ইত্যাদি পালন করে বেকার নারী পুরুষেরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে। সেজন্য উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ ও ভ্যাকসিন দেওয়া আছে। দেশকে এগিয়ে নিতে অর্থনৈতিক সকল উৎসকে কাজে লাগাতে হবে।
ভবনটি নির্মাণের ফলে গবাদি পশু, হাঁসমোরগসহ প্রাণী সম্পদের আধুনিক চিকিৎসা, গৃহস্থালি পশুপাখি পালনের মধ্য দিয়ে আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে পারবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন