প্রেমনগর চা বাগানে ৪১৯ জন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠন ‘লাইফ’ এর অর্থায়নে ‘সোশ্যাল এইড’ এর সহযোগিতায় ৪১৯ জন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ৮ ডিসেম্বর সকালে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের এনটিসির মালিকানাধীন প্রেমনগর চা বাগানের
শ্রমিকদের মধ্যে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদসহ ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠন ‘লাইফ’ এর কর্মীরা।
চা বাগানের ৪১৯ জন শ্রমিকদের মধ্যে প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩০ টা ডিম, ৫ লিটার সয়াবিন তেল, ১ কেজি গুড়া দুধ, ৫ কেজি আলু, ৩ কেজি মসুরির ডাল, ৩ কেজি পেয়াজ, ২ কেজি রসুন, ২ কেজি লবন ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন