ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি

April 13, 2025,

স্টাফ রিপোর্টার : সম্প্রতি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং তাদের দোসরগণ বিভিন্ন ফেসবুক পেইজ ও ফেসবুক আইডি থেকে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা কারা কর্তৃপক্ষকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে।
মৌলভীবাজার জেলা পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, মৌলভীবাজার জেলা পুলিশ খুনি-ফ্যাসিস্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মিথ্যা গাল-গল্প প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে ছাড় পাওয়া যাবে না।
মৌলভীবাজারের সম্মানিত নাগরিকদের বলতে চাই, ফ্যাসিবাদীদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সতর্ক থাকুন। অত্র জেলার আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।
যে কোন অপরাধ সংগঠিত হওয়ার পর সংবাদ পাওয়ার সাথে সাথে অত্র জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীদের গ্রেফতার এবং তৎসংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। বিভ্রান্তি এবং গুজব ছড়িয়ে পুলিশের কার্যক্রমকে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ রইলো।
অত্র জেলার জনগণকে সেবা প্রদান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ অবিরাম কাজ করে চলেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com