কমলগঞ্জে মৌলভীবাজার সমিতি সিলেট এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার আদমপুরের হেরেংগাবাজারে মৌলভীবাজার সমিতি সিলেট এর সভাপতি ডাক্তার মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনা এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় সমিতির সহ-সভাপতি রুস্তম খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক, ক্রীড়া সম্পাদক ওয়াহিদুর রব জগলু, সদস্য সৈয়দ মহসীন হোসেন, সাব্বির আনসারী, মিসবাহ উদ্দিন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সদস্য ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কমলগঞ্জ ইসলামিক সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মাসুদ মিয়া, সদস্য সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, শিক্ষাবিদ সৈয়দ তারেকুল হামিদ মোহাম্মদ ফাইয়াজ উদ্দিন, মোহাম্মদ আব্দুস সবুর খান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৬৭৬ জন রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।
রোগী দেখেন সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ফজলুল হক সোহেল,পরিচালক (অব:) স্বাস্থ্য বিভাগ ডাক্তার গৌরমনি সিংহ, কমলগঞ্জের সাবেক টিএইচও ডাক্তার আব্দুল কাইয়ুম, ডাক্তার ইসরাত হোসেন, ডাক্তার শুভ কর্মকার, ডাক্তার লোভেন্দু মোহন পাল, ডাক্তার এফ এম আকাশ, ডাক্তার অরুণাভ রায় এবং ডাক্তার পুলক চক্রবর্তী।
মন্তব্য করুন