ফ্রি হজ প্রশিক্ষণ ২১ এপ্রিল মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার: প্রতি বছরের ন্যায় আগামী ২১ এপ্রিল সোমবার ২০২৫ইংরেজি মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টার হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের উদ্যেগে দিন ব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফ্রি হজ প্রশিক্ষণে সম্মানিত আল্লাহর বাড়ির মেহমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
হজ প্রশিক্ষণের তারিখ :
২১ এপ্রিল ২০২৫ সোমবার, রেজিষ্ট্রেশন সকাল : ৯.০০ ঘটিকা। প্রশিক্ষণ সকাল সাড়ে ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন তানভির আহমদ, হজ উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক। প্রক্ষিণ অনুষ্ঠিত হবে রুমেল কমিউনিটি সেন্টার, মোস্তফাপুর সড়ক, ধরকাপন, মৌলভীবাজার।
আয়োজকরা জানিয়েছেন পবিত্র হজ পালন কালে কিছু প্রয়োজনীয় জিনিস উপহার হিসেবে দেয়া হবে। উপহার সামগ্রীন মধ্যে রয়েছে হজ নির্দ্দেশিকা, পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্ট বেগ, হাওয়া বালিশ ও কাংকরের বেগ। প্রশিক্ষণ কালিন সময়ে চা-নাস্তা, দূপুরের খাবার ও নামাজের ব্যবস্থা রয়েছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পরেন : ০১৭ ১১৮২৯১০৬, ০১৩২২৯২৯২৮০
মন্তব্য করুন