বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ওমর ফারুক নাঈম॥ বঙ্গবন্ধুর জন্ম দিন বাংলাদেশের খুশির দিন এই স্লোগানে মৌলভীবাজারে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
শুক্রবার ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজার শহিদ মিনার প্রাঙ্গনে জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্থরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহিদ মিনার থেকে একটি আনন্দ শোভা যাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় শেষ হয়।
আলোচনা সভায় মো জসিম আহমদ এর পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহ্ জালাল, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক মহিলা সাংসদ হোসনে আরা ওয়াহিদ। আলোচনা সভা শেষে শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন