বড়লেখায় নিসচা’র উপজেলা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা
আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরশহরের উত্তর চৌমুহনিতে বুধবার ২৪ জানুয়ারি বিকেলে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুগান্তরের বড়লেখা প্রতিনিধি ও নিসচা উপদেষ্ঠা সাংবাদিক আব্দুর রব। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা লুৎফুর রহমান।
নিসচা’র উপজেলা সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনের
সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি শাখার কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, টিম ফর কোভিড ডেথ’র সভাপতি শাহাব উদ্দিন, নিসচা’র পৃষ্টপোষক কবির হোসেন, মোহাম্মদ তারেক হাসনাত, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহদী প্রমুখ।
মন্তব্য করুন