বনবিভাগের মামলা, কুলাউড়ায় ফরেস্ট গার্ডকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের

মাহফুজ শাকিল॥ কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নয়, পরিকল্পিতভাবে ফরেস্ট গার্ড শাহিন আহমদ (৩৫) কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে থানায় মামলা করেছে বনবিভাগ। অপরদিকে নিহতের পরিবারের অভিযোগ, বরমচাল-ভাটেরা এলাকায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ফরেস্ট গার্ড শাহীন আহমদের সাথে ঘটনাকারী এমাদ উদ্দিনের পিতা কাঠ ব্যবসায়ী সালাউদ্দিনের পূর্ব বিরোধ চলছিলো। দফায় দফায় অবৈধ কাঠ জব্দ করা নিয়ে এই বিরোধ বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
গত ১৪ জুলাই কুলাউড়া রেঞ্জের বরমচাল ও ভাটেরা বিটের বন কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বাদী হয়ে উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ সালাউদ্দিন এর ছেলে এমাদ উদ্দিন (২০) কে অভিযুক্ত করে সড়ক পরিবহন আইনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মৃত্যু ঘটানোসহ প্ররোচনা প্রদানের অপরাধে মামলা (নং-১৪, ১৪/০৭/২০২৪) দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বরমচাল ও ভাটেরা বিটের ফরেস্ট গার্ড শাহীন আহমদ গত ৯ জুলাই বন বিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সাথে বরমচাল বিটের কালিয়ার আগা এলাকায় টহল ও উপকারভোগী সদস্যদের সাথে সভা শেষ করে অফিসে যাওয়ার উদ্দেশ্য বের হন। পথিমধ্যে ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের খাদিমপাড়া নামক স্থানে সড়কের পাশে বিকেল ৪টার সময় মোটরসাইকেল দাঁড় করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাত আলী সাজুর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলেন। এসময় আকস্মিকভাবে বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ সালাউদ্দিন এর ছেলে এমাদ উদ্দিন তার পিছনে বসা অজ্ঞাতনামা ২ জন আরোহীসহ বিপরীত দিক থেকে রং সাইড দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ফরেস্ট গার্ড শাহীন আহমদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় বন বিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও ফরেস্ট গার্ড শাহীন আহমদ আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন ফরেস্ট গার্ড শাহীন আহমদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার নাক, কান ও মুখ দিয়ে রক্ত পড়ায় ব্রাহ্মণবাজারস্থ মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওসমানীতে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষনা করেন। শাহীন আহমদের মৃত্যুর বিষয়ে সিলেট কোতায়ালী থানা পুলিশ ওসমানী হাসপাতালে সিলেট বিভাগীয় বন কার্যালয়ের কর্মকর্তা ও কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনের উপস্থিতিতে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। এদিকে নিহত শাহীন আহমদের পাঁচ বছরের ছেলে আরাবি ও সাড়ে তিন বছরের মেয়ে আনায়া তাদের বাবাকে হারিয়ে বিলাপ করছে।
নিহত ফরেস্ট গার্ড শাহীনের ছোট ভাই দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে এমাদ এন্ড সামিয়া ফার্ণিচার নামে একটি ফার্নিচারের দোকান রয়েছে মোঃ সালাউদ্দিনের। তিনি ওই এলাকার একজন কাঠ ব্যবসায়ী। প্রায়শই বরমচাল ও ভাটেরা সংরক্ষিত বন থেকে কাঠ পাচার করতেন। এসব কাজে বাঁধা দিতেন আমার ভাই শাহীন আহমদ। ওই বিরোধের জেরে গত ৯ জুলাই আমার বড়ভাইকে পরিকল্পিতভাবে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে হত্যা করেন কাঠ ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে এমাদ উদ্দিন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার কামনা করছি।
মামলায় অভিযুক্ত আসামী এমাদ উদ্দিনের পিতা মোঃ সালাউদ্দিন মুঠোফোনে জানান, ঘটনার দিন দুর্ঘটনায় আমার ছেলেও আহত হয়। ফরেস্ট গার্ড শাহীনের সাথে আমার ছেলের কোন বিরোধ নেই। অতীতে একসময় আমি কাঠ ব্যবসা করেছি। গত ৪ বছর ধরে আমি কাঠ ব্যবসা ছেড়ে দিয়েছি। ঘটনার ১০ দিন পূর্বে ফরেস্ট গার্ড শাহীন আমার খোঁজে অয়েছ মিয়ার করাতকলে এসেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান বলেন, তদন্ত চলমান আছে। সরেজমিনে তদন্তে গেলে জানতে পারি, নিহত শাহীনের সাথে আসামী এমাদের পিতার মনমালিন্য ছিল। তবে দুর্ঘটনার সাথে মনমালিন্যর কোন সম্পর্ক নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে সাইকেলের টায়ার ফুটো হলে সাইকেল থেকে এমাদসহ তিনজন ছিটকে পড়েন এবং সাইকেলটি ফরেস্ট গার্ড শাহীনের ওপরে গিয়ে পড়ে।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুলিশ মামলাটির রহস্য উদঘাটন করবে বলে বনবিভাগ আশাবাদী।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, বনবিভাগের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫ ধারায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মৃত্যু ঘটানোসহ প্ররোচনা প্রদানের অপরাধে মামলা হয়েছে। পুলিশ মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। তদন্তে যদি প্রমাণিত হয় পূর্ব বিরোধের জেরে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে তাহলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন