বৃত্তি প্রদান ও হিফজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

May 13, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ, আহমদাবাদ মাদ্রাসায় তানযীমুল মাদারিস লি-তাহফীযিল কুরআনিল করীম বোর্ডের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও হিফজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১২ মে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ১৬৮ জন কৃতী হাফেজ শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

একইসাথে হিফজ বিভাগের মানোন্নয়নে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন অর্ধশতাধিক শিক্ষক। এতে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা থেকে আগত হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান কারী আব্দুল হক ও মাওলানা কারী লোকমান আল মাহমুদ।

এ ছাড়া তানযীম বোর্ডের কৃতী শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে হাজী আরমিন আলী ট্রাস্ট। পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন ট্রাস্টের সদস্য জুনেদ আহমদ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লন্ডনপ্রবাসী জুবায়দা খানম এবং জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ’র প্রাক্তন শিক্ষার্থীরা। বোর্ড কর্তৃপক্ষ তাদের এই সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তানযীম বোর্ডের পরিচালক, আহমদাবাদ মাদ্রাসার মুহতামিম ও উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরান সকলের কাছে বোর্ডের উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com