বড়লেখার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দীপক, শ্রেণি শিক্ষক মইনুল

May 17, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর স্কুল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিবাচিত হয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মইনুল ইসলাম।

মঙ্গলবার ১৬ মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম ঘোষণা করেছে। জানা গেছে, বাছাই কমিটির ঘোষিত ফলাফল অনুযায়ি মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুস সালাম।

স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে আর.কে লাইসিয়াম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রওনক জাহান খান। শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ।

উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দক্ষিণ ভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতার জন্য জেলা বাছাই কমিটি বরাবর বুধবার নামের তালিকা প্রেরণ করা হয়েছে।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com