বড়লেখায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরী, লাখ টাকা জরিমানা

November 14, 2022,

আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরের হাটবন্দে তেলের মধ্যে মৃত তেলাপোকা, দিয়াশলইয়ের কাঠিসহ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয়দ্রব্য উৎপাদন ও  বাজারজাত করণের দায়ে ‘লক্ষী মিষ্টি ঘর’ ও ‘জনতা মিষ্টি ঘর’ নামক দুই মিষ্টি কারখানার মালিক বিকাশ পাল এবং পাপন পালকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৪ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর  হোসাইন। এসময় বড়লেখা থানার এস.আই জাহেদ আহমদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, দ-িত প্রতিষ্ঠানদ্বয়কে মানসম্মত ও উপযুক্ত পরিবেশ তৈরি ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্যসামগ্রীর উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com