বড়লেখায় আনসার ও ভিডিপি সমাবেশে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বড়লেখা উপজেলার সানাই কমিউনিটি সেন্টারে বড়লেখা উপজেলা আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বৃহস্পতিবার ২৬ মে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমানে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের গ্রামীণ জনপদে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, সামাজিক শৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং জাতীয় উৎসবসহ সকল কার্যক্রমে এ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ শেফাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তামিম আল জামান,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, মোঃ ফরিদ রহমান সহকারী জেলা কমান্ড্যান্ট, এ এন এম ওয়াহিদুজ্জামান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মন্তব্য করুন