বড়লেখায় উচ্চ শিক্ষা ও মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক সেমিনার

November 26, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ নভেম্বর দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর খাসি পুঞ্জিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এবং আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এদিন একই স্থানে মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক পৃথক আরেকটি সেমিনার হয়েছে। সেমিনারে প্রকল্পের উপকারভোগী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়–য়া ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াং। সংস্থার শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় সেমিনারে উচ্চশিক্ষা বিষয়ে আলোচনা করেন জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বদরুল ইসলাম মনু। অপরদিকে মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বিষয়ে আলোচনা করেন সাংবাদিক তপন কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন- প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী হেমসন ধার, রাজু খংলাঃ, শান্তি পঃস্নাসহ প্রকল্পের কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com