বড়লেখায় ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের মেধা বৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ

January 7, 2023,

আব্দুর রব॥ বড়লেখা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদ আয়োজিত ১৩তম মেধাবৃত্তি পরীক্ষার বিভিন্ন বিভাগে মেধাস্থান অর্জনকারী ৮০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।

শনিবার ৭ জানুয়ারি দুপুরে নবপ্রতিষ্ঠিত পানিধার হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (সা.) হযরত সায়্যিদ হাসান আছজাদ মাদানী (ভারত)।

বড়লেখা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সভাপতি জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার মোহতামিম মাওলানা বদরুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বড়খলা বশীরিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শাহ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তির পুরস্কারের নগদ অর্থ ও সনদ বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা আব্দুল কাদির, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ছয়েফ আহমদ, হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসার সভাপতি মহিদ আহমদ চৌধুরী, পরিচালক দেলওয়ার হোসেন সিদ্দিকী, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, হাকালুকি দারুল ফুরকান মাদ্রাসার মোহতামিম মাওলানা ফখরুল ইসলাম, নূরানী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মাওলানা উবায়েদ উল্লাহ প্রমুখ।

এছাড়াও আওলাদে রাসুল (সা.) হযরত সায়্যিদ হাসান আছজাদ মাদানী (ভারত) প্রধান অতিথি হিসেবে নবপ্রতিষ্ঠিত হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক (পাঠদান কার্যক্রম) উদ্বোধন ও দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com